বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রত্যেকটি বিষয় নিয়ে সরকারের সমালোচনা করা, মিথ্যাচার করা বিএনপির চিরায়ত ঐতিহ্য।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, এ বন্যা নাকি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল; বিষয়টি হাস্যকর।’
মঙ্গলবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি তার (মির্জা ফখরুল) কাছে জানতে চাই- সম্প্রতি চীনের ইয়াংজী নদী অববাহিকার ভয়াবহ বন্যা কি চীনের নতজানু পররাষ্ট্রনীতির ফল? জাপান ও আসামের বন্যাও কি একই কারণে? তাহলে বিএনপি আমলের যে বন্যা হয়েছিল তা কোন নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছিল, জানাবেন কি?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেন, সরকারের পাশাপাশি দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পানিবন্দী মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা, রান্না করা খাবার বিতরণ, চিকিৎসা, ত্রাণ কার্যক্রমে প্রশাসনকে সহায়তায় স্থানীয় জন প্রতিনিধিরা রয়েছেন সক্রিয়।










