বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর রোববার এক বোমা হামলার হুমকির মুখে পড়ে। ইমেলের মাধ্যমে এই হুমকি পৌঁছানোর পরই বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব স্কোয়াড) ঘটনাস্থলে পৌঁছে যায়।
বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা নিশ্চিত করেছেন, টার্মিনাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালের প্রতিটি কোণায় কঠোর পর্যবেক্ষণ করা হচ্ছে।
এখনও পর্যন্ত কর্তৃপক্ষ নিশ্চিত করেনি যে হুমকিটি সত্যিকারের কি না, নাকি এটি কোনো ধরনের ভুয়া হুমকি। তবে সতর্কতার অংশ হিসেবে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং আগত ও প্রস্থানকারী সব ফ্লাইট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, যাত্রীদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে যেন তাঁরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন এবং চেক-ইন ও স্ক্রিনিংয়ের জন্য অতিরিক্ত সময় হাতে রাখেন।
বিমানবন্দর চত্বরে এখন চরম সতর্কতা অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা টার্মিনাল এলাকায় টহল দিচ্ছেন এবং সন্দেহজনক কোনো কিছু দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।
ঘটনার পর থেকে পুরো রাজ্যেই বিমানবন্দরগুলোর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে।