Home আন্তর্জাতিক তেলদূষণ মোকাবিলায় চীনের শক্তিশালী জাহাজের যাত্রা শুরু

তেলদূষণ মোকাবিলায় চীনের শক্তিশালী জাহাজের যাত্রা শুরু

শিপিং ডেস্ক:

চীনের সমুদ্র নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় এক নতুন অধ্যায় রচিত হলো। মঙ্গলবার (২ জুলাই) দেশটির হেবেই প্রদেশে আনুষ্ঠানিকভাবে কমিশনিং করা হয়েছে চীনের সবচেয়ে বড় ও আধুনিক তেলদূষণ উদ্ধারকারী জাহাজ। সমুদ্র অঞ্চলে তেল ছড়িয়ে পড়লে তা দ্রুত ও কার্যকরভাবে সংগ্রহ করে সামুদ্রিক পরিবেশ রক্ষায় সহায়তা করবে এই অত্যাধুনিক জাহাজটি।

৭৯ মিটার দীর্ঘ এই বিশেষায়িত জাহাজটি ৩ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে চলাচল করতে সক্ষম। এটি প্রতি ঘণ্টায় ২০০ ঘনমিটার পর্যন্ত তেল সংগ্রহ করতে পারে, যা বিশ্বমানের সমুদ্র-পরিচালন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য সংযোজন। জাহাজটির নিজস্ব সংগ্রহ ক্ষমতা ১ হাজার ১০০ ঘনমিটার—যার অর্থ, বড় আকারের দুর্ঘটনাতেও এটি উল্লেখযোগ্য পরিমাণে তেল সংগ্রহ করে জলদূষণ রোধে ভূমিকা রাখতে পারবে।

জাহাজটির কমিশনিং অনুষ্ঠানে চীনের সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তারা বলেন, “এটি শুধু একটি উদ্ধারকারী জাহাজ নয়, বরং এটি চীনের সামুদ্রিক পরিবেশ রক্ষার প্রতি প্রতিশ্রুতির প্রতীক। সামুদ্রিক তেলদূষণ মোকাবিলায় এর আগমন বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি।”

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের প্রযুক্তি একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়তা করবে, অন্যদিকে চীনের বাণিজ্যিক সমুদ্রপথগুলো নিরাপদ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের উপকূলীয় এলাকাগুলোতে শিল্পায়ন ও জাহাজ চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে তেলদূষণের ঝুঁকি বাড়ছে। এই পটভূমিতে এমন একটি উচ্চক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ সময়োপযোগী পদক্ষেপ।

চীনের বিভিন্ন মেরিটাইম অঞ্চল ও বন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই জাহাজকে প্রয়োজন অনুসারে মোতায়েন করা হবে। জাহাজটিতে আধুনিক রাডার, পর্যবেক্ষণ ড্রোন এবং দূরবর্তী নিয়ন্ত্রিত সংগ্রহ ব্যবস্থাও সংযুক্ত রয়েছে।

চীনের এই পদক্ষেপ শুধু দেশীয় স্তরে নয়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষার ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

  •  প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরিবেশ রক্ষায় এমন প্রযুক্তি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।