Home সারাদেশ ত্রিভূজ প্রেমের জালেই মৃত্যু: প্রবাসী মামুন হত্যার নেপথ্যে ভয়াবহ কাহিনি

ত্রিভূজ প্রেমের জালেই মৃত্যু: প্রবাসী মামুন হত্যার নেপথ্যে ভয়াবহ কাহিনি

ফিরোজা, মামুন ও সোনা মিয়ার সম্পর্ক গড়ায়  ভয়াবহ পরিণতির দিকে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ত্রিভূজ প্রেমঘটিত হত্যাকাণ্ড। প্রেম, প্রতারণা ও প্রতিহিংসার জটিল খেলায় প্রাণ হারিয়েছেন মালয়েশিয়া ফেরত প্রবাসী ফিরোজ আল মামুন। এই হত্যার মূল কেন্দ্রে ছিলেন এক নারী ফিরোজা খাতুন। তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন অন্তত তিনজন পুরুষ। শেষপর্যন্ত সেই ত্রিভূজ সম্পর্কই কেড়ে নেয় একজনের জীবন।

পুলিশ জানায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে ফিরে নিজ এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি প্রেমে জড়িয়ে পড়েন শাহ আলম নামে এক প্রবাসীর স্ত্রী ফিরোজা খাতুনের সঙ্গে। অথচ ফিরোজার আরও দুটি সম্পর্ক চলছিল সমানতালে—একজন হলেন স্থানীয় যুবক জামাল উদ্দিন ওরফে সোনা মিয়া এবং আরও একজন যুবক।

সোমবার রাতে পরিকল্পিতভাবে ফিরোজা তার প্রেমিক মামুনকে বাসায় ডেকে আনেন। কিছুক্ষণ পর হাজির হন জামাল। দু’জনের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যার একপর্যায়ে জামাল লাঠি দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান মামুন।

এরপর হত্যার প্রমাণ লোপাটে মরদেহ পাশের এক ক্ষেতে ফেলে রেখে আসে ফিরোজা ও জামাল। পুলিশ বুধবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মামলা দায়েরের পর গ্রেপ্তার হয় ফিরোজা খাতুন ও জামাল উদ্দিন।

তদন্তকারী কর্মকর্তা জুযেল রানা জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই হত্যার কথা স্বীকার করেছে। এটা নিছক হত্যাকাণ্ড নয়, একটি ভয়াবহ ত্রিভূজ প্রেমের পরিণতি।”

স্থানীয় চেয়ারম্যান আজিজ রেজা বলেন, “ফিরোজা খাতুন দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশ হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।”

এদিকে এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ফিরোজা ও তার প্রেমিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

💔 ত্রিভূজ প্রেম, বিশ্বাসভঙ্গ আর প্রতিহিংসার এমন ঘটনাগুলোর সামাজিক প্রেক্ষাপট জানতে নিয়মিত পড়ুন বিজনেসটুডে২৪.কম। সত্য ঘটনাকে তুলে ধরাই আমাদের দায়িত্ব।