Home বিনোদন দীপিকা কক্কর: যকৃতের ক্যানসারের লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ

দীপিকা কক্কর: যকৃতের ক্যানসারের লড়াইয়ে নতুন চ্যালেঞ্জ

দীপিকা কক্কর
বিনোদন ডেস্ক: অভিনেত্রী দীপিকা কক্কর যকৃতের ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। নিজেই মে মাসে অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। অস্ত্রোপচার ও চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও হঠাৎই শরীর খারাপ হয়েছে।

১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি, তবে স্বামী শোয়েব জানিয়েছেন বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। শুধুমাত্র ক্লান্তি ও ধকল থাকছে।

সম্প্রতি দীপিকা ভ্লগে লিখেছেন, “হঠাৎ ফের শরীর খারাপ। ভাইরাল ইনফেকশন হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। নানা ওষুধ দেওয়া হয়েছে, যা শরীরকে আরও দুর্বল করেছে। এখন একেবারেই ভালো নেই। আশা করছি দ্রুত সেরে উঠব।”

অভিনেত্রী আরও জানান, অস্ত্রোপচারের পর তার জীবন পুরোপুরি বদলে গেছে। আগে সবসময় ব্যস্ত থাকতেন—অভিনয় বা বাড়ির কাজ—কিন্তু এখন শরীর আর আগের মতো সক্ষম নয়।

অনুরাগীরা দীপিকার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।