বিনোদন ডেস্ক: ২০১৫ সালের জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ এখন বলিউডে রিমেক হচ্ছে। দীর্ঘদিন আগে এই প্রজেক্ট ঘোষণা হওয়ার পর থেকে ছবিটি নিয়ে বড় চমক ছিল, বিশেষ করে কাস্টিং নিয়ে। তবে সম্প্রতি জানা গেছে, এই রিমেক ছবির প্রধান অভিনেত্রী হিসেবে ঘোষিত দীপিকা পাড়ুকোন নিজেই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।
দীপিকা জানিয়েছে, তিনি শুধু ছবির প্রযোজনাতেই মনোযোগ দিতে চান এবং তাঁর নিজস্ব প্রোডাকশন হাউসের ব্যানারে এই ছবি তৈরি হবে। তবে অভিনয় করার জায়গায় এবার অন্য কাউকে নেয়া হবে। মূলত ২০২০ সালে এই ছবির হিন্দি রিমেকের স্বত্ব কেনেন দীপিকা পাড়ুকোন। সেই সময় রবার্ট ডি নিরোর চরিত্রটি করার কথা ছিল প্রয়াত ঋষি কাপুরের, কিন্তু তাঁর প্রয়াণের কারণে প্রজেক্টটি আটকে যায়।
এরপর অমিতাভ বচ্চনকে অফার দেওয়া হয় মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। পাশাপাশি দীপিকা তাঁর ব্যক্তিগত জীবনেও ব্যস্ত হয়ে পড়েন। পাঁচ বছর পর নির্মাতারা আবার ছবিটি শুরু করার পরিকল্পনা করছেন, তবে এবার দীপিকা মূল চরিত্রে থাকছেন না।
বর্তমানে নির্মাতারা নতুন প্রধান অভিনেত্রী খুঁজছেন, আর কাস্টিং নিয়ে আলোচনা চলছে। ২০১৫ সালের হলিউড ছবিতে অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরো অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, বলিউড রিমেকে সেই কেমিস্ট্রি কেমন হবে এবং নতুন কাস্টিং কিভাবে দর্শকদের মন জয় করবে।










