বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও গবেষক দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৮ জুন) বিকেল সাড়ে ৬টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডের ঐতিহ্যবাহী দেওয়ান মঞ্জিলের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজা বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড সংলগ্ন টাউন শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন।
এক বিবৃতিতে তারা বলেন, দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব বৃহত্তর সিলেটের একজন কৃতী সন্তান। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সত্য ও ন্যায়ের পথে তিনি ছিলেন অটল। আর্ত মানবতার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে ইসলামী আন্দোলন একজন সাহসী, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারকে আল্লাহ তায়ালা এই শোক সহ্য করার শক্তি দিন—এই দোয়া করি। আমীন।