বিনোদন ডেস্ক: এক দশকেরও বেশি সময় ধরে টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর প্রেম নিয়ে আলোচনার শেষ নেই। তাদের সম্পর্ক সবসময়ই ছিল খোলামেলা, পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশও ছিল প্রকাশ্য। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় এই দীর্ঘ সম্পর্কের সমীকরণে ফাটল ধরেছে কি না, তা নিয়ে এখন সরগরম টলিপাড়া।
শিল্পী মহলের ঘনিষ্ঠ সূত্র বলছে, গত কয়েক মাস ধরে দেব-রুক্মিণীর মধ্যে একাধিকবার মনোমালিন্য হয়েছে। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও নাকি রুক্মিণীর আপত্তি ছিল। এমনকি গত বছর একপর্যায়ে রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করে দিয়েছিলেন বলে খবর ছড়িয়েছিল। যদিও পরে দেবের জন্মদিনে তাদের একসঙ্গে দেখা যায়, তখনই গুঞ্জনটা থেমে যায়।
কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে রুক্মিণীর অনুপস্থিতি আবারও প্রশ্ন তুলেছে। দেবের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন হোক কিংবা দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর প্রিমিয়ার—সব জায়গাতেই অনুপস্থিত ছিলেন রুক্মিণী। এমন দৃশ্য আগে দেখা যায়নি, তাই নেটিজেনদের মধ্যে ফের শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
এদিকে এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে অল্প সময়ের জন্য কলকাতায় ফিরেছেন রুক্মিণী। এখন তিনি কাজের সুবাদে মুম্বাইয়েই বেশি সময় কাটান। কলকাতায় নামতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন—‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে কেন দেখা যায়নি তাকে, সেই প্রশ্ন ছুড়ে দেন।
রুক্মিণী যদিও প্রশ্নের সরাসরি উত্তর দেননি। তিনি শুধু হেসে বলেন, “সবকিছুই সময় বলবে।” তার এই সংক্ষিপ্ত জবাব আরও বাড়িয়ে দিয়েছে জল্পনা—টলিউডের সবচেয়ে আলোচিত এই জুটির মধ্যে সত্যিই কি দূরত্ব তৈরি হয়েছে?