Home আন্তর্জাতিক গৃহকর্মী ধর্ষণ: ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

গৃহকর্মী ধর্ষণ: ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি ও কর্ণাটকের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। একইসঙ্গে তাকে ১১ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

শুক্রবার  বেঙ্গালুরুর একটি ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সন্তোষ গজনান ভাট আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন প্রজ্বল রেভান্না। রায় শোনার পর তিনি আদালতে কান্নায় ভেঙে পড়েন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

২০২৪ সালের মে মাসে এক গৃহকর্মী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলে তদন্তে নামে কর্ণাটক পুলিশের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি)। ভুক্তভোগী জানান, প্রজ্বল তাকে বেআইনিভাবে একটি জায়গায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন এবং সেই দৃশ্য ভিডিও করে পরবর্তীতে তা ভাইরাল করার হুমকি দেন।

তদন্তে উঠে আসে, ধর্ষণের ঘটনার সময় প্রজ্বল রেভান্না ভুক্তভোগীকে তার ব্যক্তিগত গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে মোবাইল ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণে তার উপস্থিতির স্থান ও সময়ও নিশ্চিত করা হয়। আদালতে এসব তথ্য উপস্থাপনের পর বিচারক রায় দেন।

মামলার শুনানিতে বিচারক বলেন, ‘ভিকটিম একজন নিরীহ গৃহকর্মী, যিনি জীবনের প্রয়োজনে কাজ করতে এসেছিলেন। তার সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। অভিযুক্ত রাজনৈতিক পরিবারের সদস্য হলেও আইনের চোখে তিনি সাধারণ এক নাগরিক। তাই এই রায় দেওয়া হলো।’

রায় ঘোষণার পর কর্ণাটকের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেবেগৌড়া পরিবার থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রজ্বলের আইনজীবীরা জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

উল্লেখ্য, ৩৪ বছর বয়সী প্রজ্বল রেভান্না ২০১৯ সালে কর্ণাটকের হাসান আসন থেকে লোকসভা সদস্য নির্বাচিত হন। তিনি জনতা দল (সেক্যুলার) বা জেডিএস-এর প্রভাবশালী নেতা এইচ ডি রেভান্নার পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি।