Home বিনোদন হলিউড গ্ল্যামার থেকে ভয়: কিম কার্দাশিয়ান ডাকাতি মামলার অজানা কাহিনী

হলিউড গ্ল্যামার থেকে ভয়: কিম কার্দাশিয়ান ডাকাতি মামলার অজানা কাহিনী

কিম কার্দাশিয়ান। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: কিম কার্দাশিয়ানের জীবনের অন্যতম ভয়াবহ মুহূর্ত—২০১৬ সালের প্যারিস ডাকাতি ঘটনার বিচারকাজ অবশেষে শুরু হলো। আর সেই শুরুতেই চমক! মামলার এক আসামি মারা গেছেন, অপর একজন এতটাই অসুস্থ যে আদালতের মুখোমুখি হওয়াই সম্ভব নয়।

তবে বাকিদের জন্য অপেক্ষা করছে বিচারের কঠিন পথ। বাকি ১০ আসামির বিরুদ্ধে চলছে সশস্ত্র ডাকাতি ও অপহরণের অভিযোগে বিচার। ফরাসি গণমাধ্যম এই বয়স্ক ডাকাত দলের নাম দিয়েছে “দ্য গ্র্যান্ডপা গ্যাং”।

২০১৬ সালের সেই রাতে প্যারিসের হোটেলে রীতিমতো সিনেমার কাহিনির মতো ঘটে গিয়েছিল ভয়ঙ্কর এক ঘটনা—কার্দাশিয়ানকে বেঁধে রেখে অস্ত্রের মুখে কয়েক মিলিয়ন ডলারের গয়না ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি শুধু একজন রিয়েলিটি তারকা নন। ‘Keeping Up with the Kardashians তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি, আর আজ তিনি সফল উদ্যোক্তা, ফ্যাশন আইকন, এবং সমাজসচেতন একজন ব্যক্তিত্ব। আইনি শিক্ষা গ্রহণ করে কারাবন্দিদের অধিকার রক্ষায়ও তিনি সরব।

এমনকি, নিজের জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেছেন।
“আমার মনে হয়েছিল, ওরা আমাকে গুলি করবে। আমি বাঁচব না,”—বলেন কার্দাশিয়ান ২০১৭ সালে এক পর্বে।

সম্প্রতি ‘দ্য কার্দাশিয়ানস’ শোতে তিনি স্বীকার করেন, এই ঘটনার পর তিনি এতটাই ‘শান্ত’ থাকার চেষ্টা করেছেন যে যেন আবেগহীন রোবটে পরিণত হচ্ছেন।

কার্দাশিয়ান এর আগে এই ঘটনা নিয়ে জনসমক্ষে কিছু বলেছেন। ২০১৭ সালে ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ রিয়েলিটি শোতে তিনি বলেন, “আমার মনে হয়েছিল ওরা আমার পেছনে গুলি করবে। পালানোর কোনো উপায় ছিল না।”

২০২৪ সালে ‘দ্য কার্দাশিয়ানস’-এর এক পর্বে তিনি জানান, সেই ঘটনার মানসিক প্রভাব এখনও তার ওপর রয়ে গেছে। তিনি এক থেরাপিস্টের সঙ্গে আলোচনায় জানান, নিজের অতিরিক্ত শান্ত মেজাজ যেন অনুভূতিহীনতার রূপ নিচ্ছে। “তুমি মনে কর শান্ত হওয়া তোমার সুপারপাওয়ার,” বলেছিলেন থেরাপিস্ট। জবাবে কার্দাশিয়ান বলেন, “এটা হয়তো এতটাই শান্ত হয়ে গেছে যে মানুষ এখন আমার এই গুণের সুযোগ নিচ্ছে — কিংবা আমি পুরোপুরি রোবট হয়ে যাচ্ছি, কোনো আবেগ ছাড়াই।”