আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র দুই বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার অভিযোগে মুম্বইয়ে এক নারী ও তার কিশোর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে শহরের লামবনি এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর শিশুটিকে যৌন নির্যাতনের পর বালিশ চেপে শ্বাসরোধ করে হত্যা করে এবং তা ঘটেছে শিশুটির মায়ের উপস্থিতিতেই।
জানা যায়, শিশুটির মা যখন গর্ভবতী ছিলেন, তখন তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। এরপর তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং সেখানে মেয়েটির জন্ম হয়। পরবর্তীতে তিনি পরিচিত হন ১৯ বছর বয়সী এক কিশোরের সঙ্গে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
লামবনি থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, এক পর্যায়ে কিশোরটি শিশুটির প্রতি বিকৃত যৌন আগ্রহ প্রকাশ করে এবং অবিশ্বাস্য হলেও সত্য, শিশুটির মা তাতে সম্মতি দেন। অভিযোগ অনুযায়ী, অপরাধ সংঘটনের সময় মা নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নির্যাতনের সময় শিশুটি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। তখন অভিযুক্ত কিশোর ও শিশুটির মা মিলে তাকে স্থানীয় এক সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসকদের জানান যে শিশুটি নাকি মৃগীরোগে আক্রান্ত।
কিন্তু শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গোপনাঙ্গে গুরুতর ক্ষতের উপস্থিতি দেখে চিকিৎসকদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। দ্রুত পুলিশ এসে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তারা অপরাধ স্বীকার করে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “মেয়েটির অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। এটি যে ধর্ষণ ও হত্যার ঘটনা, তা সন্দেহের বাইরে।”
তদন্তের স্বার্থে ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। শিশুটির এবং অভিযুক্তদের পরিধেয় জামাকাপড় জব্দ করা হয়েছে।
ঘটনাটি মুম্বইয়ের সামাজিক পরিসরে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল পারিবারিক বা আইন-শৃঙ্খলার সংকট নয়, বরং সমাজে মূল্যবোধের অবক্ষয়ের নির্মম প্রতিফলন।