বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফেনী: ফেনীতে রিকশাচালক স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী নারী ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাথিয়ারা এলাকায়। অভিযুক্তরা হলেন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৩৮), জয়নাল আবেদীনের ছেলে মহিম (৩৫) ও রকি (২২)।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, ছয় মাস আগে লক্ষ্মীপুরের রামগতি থেকে তারা মাথিয়ারা এলাকায় এসে একটি কলোনিতে ভাড়া থাকেন। সেই সময় থেকে এলাকার কয়েকজন বখাটে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।
মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় রকি কথা আছে বলে রিকশাচালক স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে স্বামীর শারীরিক অবস্থা খারাপ হয়েছে বলে জানিয়ে ওই গৃহবধূকেও বাইরে ডেকে নেন। একপর্যায়ে তাকে কলোনির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় তারা। সেখানে চাঁদা দাবি করে এবং না দিলে মাদক দিয়ে পুলিশে দেওয়ার ভয় দেখায়। পরে ভয়ভীতি প্রদর্শন করে কামরুল, মহিম ও রকি তাকে পালাক্রমে ধর্ষণ করে।
অভিযুক্ত কামরুল ইসলাম নিজেকে যুবদল কর্মী দাবি করে পুরো ঘটনাকে রাজনৈতিকভাবে সাজানো মিথ্যাচার বলে দাবি করেছেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।