Home বিনোদন নাইসার বলিউডে আসার গুঞ্জন থামালেন কাজল নিজেই

নাইসার বলিউডে আসার গুঞ্জন থামালেন কাজল নিজেই

বিনোদন ডেস্ক: বলিউডের মঞ্চে আলোয় ভেসে থাকা কাজলকে যখনই কোথাও দেখা যায়, প্রায় একই প্রশ্ন ঘিরে ধরে তাঁকে কন্যা নাইসা দেবগন কবে অভিনয়ে আসছেন? দীর্ঘদিন ধরেই এই কৌতূহল ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। কিন্তু এবার কোনও আড়াল রাখলেন না অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, নাইসার জন্য এই পথ তিনি একেবারেই কল্পনা করছেন না।

কাজল জানান, চলচ্চিত্র জগতে আসার প্রতি মেয়ের নিজেরও কোনও ঝোঁক নেই। মাত্র ২২ বছরের তরুণী নাইসা নাকি অন্য স্বপ্নে বিভোর। তাই মা হিসেবেও তিনি চান, মেয়ে যেন নিজের ইচ্ছেমতো কেরিয়ার গড়ে তোলে। কাজলের ভাষায়, “নাইসা নিজের মতো করে জীবন গড়ুক। ওকে বলিউডে আনার কোনও ইচ্ছেই আমার নেই।”

কাজল এখানে শুধু ব্যক্তিগত কারণের কথা বলেননি, উঠে এসেছে চলচ্চিত্র জগতের এক অস্বস্তিকর বাস্তবতাও। স্বজনপোষণ নিয়ে যে তীব্র সমালোচনা রয়েছে, সেটিই তাঁর এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। কাজল বলেন, “চলচ্চিত্র জগতে প্রবেশ মানেই যেমন নাম ও সাফল্য, তেমনি আছে তিক্ত অভিজ্ঞতা। অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, এমনকি ভয়াবহ কিছু ঘটনারও সম্মুখীন হতে হয়। এগুলো এড়ানো যায় না।”

তবে সবথেকে বেশি আঘাত এসেছে সোশ্যাল মিডিয়ার কটাক্ষ থেকে। নাইসাকে নিয়ে নানা সময়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুনে ভেঙে পড়েছেন কাজল ও অজয় দেবগন। মা হিসেবে তা কতটা কঠিন, সেটাই প্রকাশ পেয়েছে তাঁর কথায়। তবে তিনি ধীরে ধীরে শিখেছেন, মানুষের মুখ বন্ধ করা যায় না। তাই নেতিবাচক মন্তব্য উপেক্ষা করাই শ্রেয়। তাঁর নিজের ভাষায়, “লোক তো খারাপ কথাই বলবে। ওসব ভেবে কোনও লাভ নেই।”

বলিউডে তারকা সন্তানদের নিয়ে সবসময়ই ভক্তদের আলাদা উন্মাদনা থাকে। নতুন প্রজন্মকে পর্দায় দেখার জন্য অপেক্ষায় থাকে মানুষ। কিন্তু কাজলের এই অবস্থান সেই প্রত্যাশায় স্পষ্ট ভাঙন ধরাল। তিনি জানিয়ে দিলেন, কন্যার ভবিষ্যৎ নির্ধারণ করবেন না মা-বাবা, সেই অধিকার শুধুই নাইসার।