Home Second Lead দুর্নীতি মামলায় ফ্ল্যাট ও গাড়ি জব্দ, এবার গ্রেফতার দুর্জয়

দুর্নীতি মামলায় ফ্ল্যাট ও গাড়ি জব্দ, এবার গ্রেফতার দুর্জয়

নাঈমুর রহমান দুর্জয়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় দুর্জয় রাজধানীর লালমাটিয়ার একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। গ্রেফতারের পর রাতেই তাকে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিশেষ করে দুর্নীতির অভিযোগে চলতি বছরের শুরুতেই একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। গত ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুর্জয়ের মালিকানাধীন প্রায় দুই হাজার পাঁচশ তেইশ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেয়। একই সঙ্গে তার নামে থাকা বারোটি ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দেওয়া হয়।

দুর্জয় এক সময় দেশের ক্রীড়াঙ্গনে এক পরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক। রাজনীতিতে এসে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ২০০১ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে আবারও একই আসন থেকে নির্বাচিত হন।

সংসদ সদস্য থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, বিশেষ করে ভূমি জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগগুলোর তদন্ত চলছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, দুর্জয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। তদন্তের প্রয়োজনে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে দুর্জয়ের গ্রেফতার নিয়ে মানিকগঞ্জ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার দলীয় সূত্র থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়কের এভাবে গ্রেফতার হওয়া রাজনৈতিক অঙ্গনসহ ক্রীড়াঙ্গনেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।