স্পোর্টস ডেস্ক: কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে টসের সময় হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। পুরুষ দলের সাম্প্রতিক আচরণের প্রতিচ্ছবিই দেখা গেল নারী দলগুলোর মধ্যেও।
রবিবার সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। তবে টসের পর কোনো আনুষ্ঠানিক করমর্দন হয়নি দুই অধিনায়কের মধ্যে। এমনকি জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায়নি প্রচলিত শুভেচ্ছা বিনিময়।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পুরুষদের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই সিরিজেও দুই দলের খেলোয়াড়রা ম্যাচের আগে বা পরে হাত মেলাননি। টুর্নামেন্ট জুড়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট, বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম দেয় ম্যাচগুলো।
উল্লেখ্য, গত মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে কয়েকজন প্রাণ হারান। এর পর থেকেই কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ক্রিকেট অঙ্গনেও প্রতিফলিত হচ্ছে।
চলমান নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। তবে সমঝোতার অংশ হিসেবে পাকিস্তান দলের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ভারতের বিপক্ষে এই ম্যাচটিও। নিরাপত্তা ও কূটনৈতিক কারণে পাকিস্তান দলকে ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।
ভারত ও পাকিস্তান এখন কেবলমাত্র আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা নিরপেক্ষ মাঠেই একে অপরের মুখোমুখি হয়—দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে।