স্পোর্টস ডেস্ক:
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আগামী নারী বিশ্বকাপ আসর থেকে ১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার (১৪ মে) সৌদি আরব-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম ২০২৫-এ এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ৫৭০ মিলিয়ন ডলার রাজস্ব আয় করে এবং তা আয়-ব্যয়ের দিক থেকে ভারসাম্যপূর্ণ ছিল বলে জানান ইনফান্তিনো। তিনি বলেন, “নারীদের ফুটবল এবং নারীদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাত দ্রুত বর্ধনশীল, এবং আমরা এটিকে আরও এগিয়ে নিতে চাই। লক্ষ্য হলোশুধুমাত্র নারী বিশ্বকাপ থেকেই ১ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করে তা নারীদের ফুটবলে পুনঃবিনিয়োগ করা।”
২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে নির্ধারিত হয়েছে ব্রাজিল, যা হবে দক্ষিণ আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ। ২০৩১ সালের আসর আয়োজনে যুক্তরাষ্ট্রকে সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে।
ইনফান্তিনো বলেন, ইউরোপের বাইরেও ফুটবলে রাজস্ব বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। “বিশ্বের অন্যান্য অংশ, বিশেষ করে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্র যদি ইউরোপের তুলনায় মাত্র ২০ শতাংশও করে, তবে ফুটবলের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে অর্ধ ট্রিলিয়ন ডলারের বেশি প্রভাব সৃষ্টি করা সম্ভব।”
তিনি সৌদি আরবের প্রশংসা করে বলেন, “নারী ফুটবলকে ঘিরে সৌদি আরব খুবই ভালো করছে। তারা নারী লিগ ও নারী জাতীয় দল গঠন করেছে। এটি এমন একমাত্র দলভিত্তিক খেলা, যেখানে নারীদের অংশগ্রহণে বিশাল দর্শকসংখ্যা ও প্রভাব রয়েছে।”