Home Third Lead ‘বিএনপি শুধু চাঁদাবাজদের দল নয়, মুজিববাদের নতুন পাহারাদারও’

‘বিএনপি শুধু চাঁদাবাজদের দল নয়, মুজিববাদের নতুন পাহারাদারও’

পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

পটুয়াখালীতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী : ‘বাংলাদেশে বিভাজনের মূল উৎস মুজিববাদ, সেই বিভাজনের নতুন পাহারাদার এখন বিএনপি’ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “মুজিববাদী সংবিধান বাংলাদেশকে এগিয়ে যেতে দেয়নি। অথচ সেই সংবিধানই আজ টিকিয়ে রাখতে চায় বিএনপি। বিএনপি এখন শুধু চাঁদাবাজদের দল নয়, তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবেও আবির্ভূত হয়েছে।”

সোমবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী শহরের হৃদয় তরুয়া চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সমাবেশটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত পদযাত্রার অংশ।

তিনি বলেন, “আমরা অনৈক্য চাই না, বিভাজন চাই না। কিন্তু যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, অভ্যুত্থান দমন করে, তাদের সঙ্গে কোনো ঐক্য সম্ভব নয়।”

নাহিদ ইসলাম বলেন, “যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের পদযাত্রা চলবে। আমরা ভয় পাই না। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে থাকবে। সরকার যে ষড়যন্ত্র অভ্যুত্থানকালে করেছিল, সেই ষড়যন্ত্র এখনও চলছে। আমাদের আন্দোলনের ভেতর বিভাজন তৈরি করাই এই ষড়যন্ত্রের লক্ষ্য।”

তিনি আরও অভিযোগ করেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ প্রতিটি জেলায় আমাদের পদযাত্রায় জনস্রোত প্রমাণ করে, জনগণ আমাদের সঙ্গে আছে।”

নাহিদ ইসলাম দাবি করেন, “আমরা বহু আগেই বলেছিলাম, শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। কিন্তু বারবার দেশের ভেতরেই বিভাজন তৈরি করে আমাদের দুর্বল করার চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের জবাব জনগণের ঐক্য এবং সমর্থনের মাধ্যমেই দিতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন ও জহিরুল ইসলাম মুছা প্রমুখ।

সমাবেশের আগে একটি বিশাল পদযাত্রা বের হয়। এটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নিউমার্কেট, সদর রোড, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী, পৌরসভা কাজীপাড়া হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।