Home First Lead আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার হোসেন। ছবি সংগৃহীত

ভোটের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি; এআই অপব্যবহার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের তা দিতে পারব। এতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

রোডম্যাপে কী থাকবে

ইসি সূত্র জানায়, রোডম্যাপে ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, আইন সংস্কার, সরঞ্জাম ক্রয়, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ তফসিল ঘোষণার আগে-পরে সব প্রস্তুতি ও সময়ভিত্তিক বাস্তবায়নসূচি অন্তর্ভুক্ত থাকবে।

সম্ভাব্য সময়সূচি

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে ৫০–৬০ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করবে ইসি।

আচরণবিধিতে নতুন নিষেধাজ্ঞা

ইসি সূত্র আরও জানায়, সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেইক, বিভ্রান্তিকর কনটেন্ট, অপপ্রচার বা বিকৃত ছবি-ভিডিও ব্যবহার করলে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের দিনে ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।

অন্যান্য তথ্য

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা চলছে বলে জানান ইসি সচিব। নির্বাচনি পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন জমা পড়েছে, যা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।
২০০৭ সাল থেকে নির্বাচনপূর্ব রোডম্যাপ প্রকাশের প্রচলন শুরু হয়, যা বর্তমান কমিশনও অনুসরণ করছে।