মাথায় চোট পেয়ে চিকিৎসাধীন
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এক ভয়াবহ পথদুর্ঘটনার শিকার হয়েছেন। মুম্বইয়ের একটি জনবহুল রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় অভিনেত্রী মাথায় গুরুতর চোট পেয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অগুনতি ভক্ত মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি ব্যস্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় নোরার গাড়ির সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে গাড়ির ভেতরে থাকা নোরা সামনের দিকে ছিটকে পড়েন এবং তাঁর মাথায় আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই চালক এবং স্থানীয়দের সহায়তায় তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নোরার মাথায় চোট লাগলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁর কিছু প্রয়োজনীয় স্ক্যান করানো হয়েছে যাতে অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ আছে কি না তা নিশ্চিত হওয়া যায়। তবে নোরার পক্ষ থেকে বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
মুম্বই পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। গাড়িটি কার ভুলে দুর্ঘটনার মুখে পড়ল বা যান্ত্রিক কোনো গোলযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নোরার গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় নোরার দ্রুত আরোগ্য কামনা করে বার্তার বন্যা বয়ে যাচ্ছে। বলিউডের সহকর্মীরাও তাঁর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। আইটেম সং থেকে শুরু করে বড় পর্দার অভিনয়—সব জায়গাতেই নিজের জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর হঠাৎ এমন দুর্ঘটনায় বিমর্ষ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com









