Home জাতীয় ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হলো নৌকা প্রতীক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নিবন্ধন স্থগিত হওয়ার পর অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হলো আওয়ামী লীগের বহু চেনা নির্বাচনী প্রতীক—নৌকা। আজ বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীকের ঘরটি ফাঁকা।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”

এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পাতায় একটি পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সমালোচনা করে লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” তিনি আরও বলেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন। গত ১২ মে অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি ইসিও দলটির নিবন্ধন স্থগিত করে।

এমন প্রেক্ষাপটে গত ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক এখনই বাদ দেওয়া হচ্ছে না। একই সঙ্গে শাপলা প্রতীক যুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

তবে নৌকা প্রতীক তালিকায় থাকার বিষয়টি ঘিরে আপত্তি জানিয়ে সরব হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে প্রতীকটি বাদ দেওয়ার দাবি তোলে।

সবশেষ আজ ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে নেওয়ার মাধ্যমে রাজনৈতিক সমীকরণে একটি স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন।