Home সারাদেশ লক্ষ্মীপুরে পরকীয়ার ফাঁদে খালা শ্বাশুড়ি খুন: ভাগনি জামাই গ্রেপ্তার

লক্ষ্মীপুরে পরকীয়ার ফাঁদে খালা শ্বাশুড়ি খুন: ভাগনি জামাই গ্রেপ্তার

ছবি: এ আই

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি, লক্ষ্মীপুর:  কমলনগরে পরকীয়ার জালে জড়িয়ে খুন হন ছালেহা বেগম (৫৪) নামের এক নারী। এ ঘটনায় ভাগনি জামাই মো. সেলিম (৪৭)-কে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আট দিন পর মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে হত্যার রহস্য উন্মোচন করেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত সেলিম চরকালকিনি ইউনিয়নের চর সামছুদ্দিন গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার আশুলিয়ায় ভ্রাম্যমাণ শরবত বিক্রি করতেন। ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে এসে খালা শ্বাশুড়ি ছালেহার সঙ্গে মোবাইল ফোনে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই সম্পর্কই পরিণত হয় ভয়ঙ্কর পরিণতিতে।

গত ১৫ জুন রাতে এশার নামাজের পর মোবাইল ফোনে কথা বলে ছালেহাকে ঘর থেকে ডেকে নেন সেলিম। পরে পাশের এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর ছালেহার সঙ্গে থাকা স্বর্ণের ৩টি আংটি, কানের দুল ও গলার চেইনসহ মোট ১৪ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

প্রেস ব্রিফিং

পরদিন দুপুরে স্থানীয় শিশুরা ওই পরিত্যক্ত বাড়ির পাশে খেলতে গিয়ে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মেয়ে বাদী হয়ে কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ঘটনার পর সেলিম পলাতক ছিল। নিহতের মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আশুলিয়ার পলাশবাড়ী বটতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেন, স্বর্ণালংকার তিনি ‘শুভ জুয়েলার্স’ নামের একটি দোকানে বন্ধক রেখেছিলেন। পুলিশ সেই দোকানে অভিযান চালিয়ে স্বর্ণালংকার উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি তৌহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।