Home বিনোদন পরীমনির ‘আনপ্লাগড’ জন্মদিন: মালয়েশিয়ায় ব্যক্তিগত মুহূর্তের খোঁজে তারকা

পরীমনির ‘আনপ্লাগড’ জন্মদিন: মালয়েশিয়ায় ব্যক্তিগত মুহূর্তের খোঁজে তারকা

পরীমনি
বিনোদন ডেস্ক: বরাবরই জমকালো আয়োজনে জন্মদিন পালনের জন্য পরিচিত চিত্রনায়িকা পরীমনি, গত কয়েক বছর ধরে বেছে নিয়েছিলেন ঘরোয়া উদযাপন। কিন্তু এবার তিনি সেই ধারা ভেঙে উড়ে গেছেন মালয়েশিয়ায়, যেখানে ১০ দিনের এক নিরবচ্ছিন্ন অবসরে মেতেছেন প্রিয়জনদের সঙ্গে। তবে সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল তার এই উদযাপনের ধরন – সোশ্যাল মিডিয়ার চোখ এড়িয়ে একান্ত ব্যক্তিগত মুহূর্তে ডুবে থাকা।

একান্ত অবকাশে ভিন্ন অভিজ্ঞতা:
তারকা জগতের ঝলমলে আলো থেকে দূরে, পরীমনি মালয়েশিয়ায় ১০ দিনের এক অনবদ্য সময় কাটিয়েছেন ঘনিষ্ঠ সাতজনের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেরার খবর জানিয়ে তিনি নিজেই লিখেছেন, “১০ দিনের জন্য দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম।” এই ভ্রমণ কেবল জন্মদিন উদযাপন ছিল না, বরং নিজেদের নতুনভাবে চিনে নেওয়ার এক সুযোগ ছিল বলে তিনি উল্লেখ করেছেন। “১০ দিন একসঙ্গে কতো রকম নতুন নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুনভাবে চিনলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের জীবনে,” ফেসবুকে লেখেন পরীমনি।

ডিজিটাল ডিটক্স: স্মৃতির খোঁজে সিম কার্ড ছাড়াই:
যেখানে অধিকাংশ তারকা তাদের প্রতিটি মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ব্যস্ত থাকেন, সেখানে পরীমনি বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন পথ। মালয়েশিয়ায় থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট না করার কারণ হিসেবে তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারিনি কারণ আমরা ঘুরতে যাওয়ার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনিনি।” এই মন্তব্য থেকে স্পষ্ট হয়, ব্যক্তিগত সম্পর্ক ও অভিজ্ঞতার গভীরতা তার কাছে ভার্চুয়াল জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি মূল্যবান। ব্যস্ততার মাঝে জীবনের আসল আনন্দগুলো খুঁজে নেওয়ার এই চেষ্টা তার ভক্তদের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

ব্যক্তিগত উদযাপন শেষে পেশাদার জীবনে ফেরা:
ব্যক্তিগত এই আনন্দঘন অধ্যায় শেষ করে পরীমনি এবার ফিরছেন তার পেশাদার জীবনে। মাতৃত্বকালীন বিরতির পর ‘ডোডোর গল্প’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি, যা আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যক্তিগত জীবনে এমন সতেজ অভিজ্ঞতা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন, যা তার অভিনয়েও নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ার নিরিবিলি পরিবেশে নিজের সঙ্গে কাটানো এই সময় তার আসন্ন কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা।