Home Second Lead পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের রাফাল

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের রাফাল

রাফাল যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

কাশ্মীরের দখলকৃত অংশের আকাশসীমায় টহলরত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে বাধা দিয়ে পিছু হটতে বাধ্য করেছে পাকিস্তান বিমান বাহিনী (PAF)। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি (PTV News) বুধবার এ তথ্য নিশ্চিত করে জানায়, ভারতীয় বিমানবাহিনীর (IAF) চারটি রাফাল জেট সীমান্ত না পার হলেও কাশ্মীর আকাশে টহল দিচ্ছিলো, যেগুলোকে তৎক্ষণাৎ শনাক্ত করে পাল্টা জবাব দেয় PAF।

পিটিভি জানায়, “PAF-এর তাৎক্ষণিক জবাবে ভারতীয় রাফাল জেটগুলো ভীত হয়ে পিছু হটে।”

ঘটনার সময় পাকিস্তান ও ভারত — উভয় দেশের সরকার ও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাহেলগাঁও হামলার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ বা স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তানও তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

এরই মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোররাতে এক বিবৃতিতে বলেন, “গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তারা পাহেলগাঁও হামলায় আমাদের দায়ী করার যে ভিত্তিহীন অভিযোগ করছে, সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে।”

তথ্যমন্ত্রী আরও বলেন, “ভারত এ অঞ্চলে নিজেকে বিচারক, জুরি ও শাস্তিদাতা হিসেবে তুলে ধরতে চাইছে, যা পুরোপুরি বেপরোয়া ও অযৌক্তিক।”

তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার দেশ, আমরা বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসবাদকে সর্বদা নিন্দা জানিয়েছি। আমরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তে প্রস্তুত, যা প্রকৃত সত্য উদঘাটন করতে পারবে।”

তারার বলেন, “যদি ভারত সামরিক অভিযানের পথ বেছে নেয়, তাহলে এর পরিণতি ও উত্তেজনার দায় সম্পূর্ণ তাদের উপরই বর্তাবে। পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনোরকম দ্বিধা করবে না।”

বিশ্লেষকদের মতে, ভারতের রাফাল টহল ও পাকিস্তানের প্রতিক্রিয়া আসন্ন সংঘর্ষের ইঙ্গিত বহন করছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর দিকে।