বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। রাজস্থানের ফোর্ট আব্বাস সীমান্ত এলাকা থেকে শনিবার বিএসএফ-এর হাতে আটক হয়েছেন এক পাকিস্তান রেঞ্জার্স জওয়ান। বিএসএফ সূত্রে খবর, ওই পাক জওয়ান ইচ্ছাকৃতভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন এবং সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা হয়। তবে এই অনুপ্রবেশ নিছক ‘ভুল করে’ নাকি কৌশলগত পরিকল্পনার অংশ, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
বিশেষজ্ঞদের একাংশের মতে, সম্প্রতি নদিয়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হাতে আটক থাকার প্রেক্ষাপটেই ঘটেছে এই ঘটনা। গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে গিয়েছিলেন পূর্ণম। পাক রেঞ্জার্স তাঁকে সঙ্গে সঙ্গেই আটক করে। এক সপ্তাহ ধরে একাধিকবার ফ্ল্যাগ মিটিং হলেও তাঁকে এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, ‘উপর মহলের নির্দেশের অপেক্ষায় আছি।’
এই প্রেক্ষিতে রাজস্থানে পাকিস্তানি জওয়ান আটক নিয়ে প্রশ্ন উঠছে— এটি কি নিছক নিরাপত্তা ব্যবস্থা, নাকি পূর্ণমকে ফেরত না পাওয়ার পাল্টা কূটনৈতিক চাপ? দুই দেশের বাহিনীর মধ্যে শনিবারই আবার একটি ফ্ল্যাগ মিটিং হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিএসএফ এখনও ধৃত জওয়ানের পরিচয় প্রকাশ করেনি। তাঁর উদ্দেশ্য বা ভারতে ঢুকে পড়ার কারণ সম্পর্কেও চলছে তদন্ত।
অন্যদিকে, আটক পাকিস্তানি জওয়ানের কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যদিও সেই ছবি কতটা সত্যতা বহন করে তা নিরপেক্ষভাবে যাচাই হয়নি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই ভারত-পাক সীমান্তে টানাপড়েন ও সতর্কতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত অতিক্রমের মতো ঘটনা অতীতে বহুবার ঘটেছে এবং তা সাধারণত ফ্ল্যাগ মিটিং ও সামরিক চুক্তির মাধ্যমে সমাধান হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে এমন বিনিময় এবার সহজে সম্ভব হবে না বলেই মত বিশ্লেষকদের।