Home আন্তর্জাতিক বর্ষবরণে বিষাদের ছায়া: পানশালায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪০

বর্ষবরণে বিষাদের ছায়া: পানশালায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৪০

প্রতীকী ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ
ক্র্যান্স মন্টানা, সুইজারল্যান্ড: নববর্ষের প্রথম প্রহরে উৎসবের আলো নিভে গেল আর্তনাদে। সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় আল্পাইন স্কি রিসর্ট শহর ক্র্যান্স মন্টানার একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০০ জন।
বুধবার দিবাগত রাত (১ জানুয়ারি) স্থানীয় সময় আনুমানিক ১টা ৩০ মিনিট। ‘লে কনস্টেলেশন’ নামের পানশালায় তখন তিল ধারণের জায়গা ছিল না। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা যখন নতুন বছরকে স্বাগত জানাতে মত্ত, তখনই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
ছবি সংগৃহীত
প্রত্যক্ষদর্শীদের মতে, সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কাঠের কাঠামোটিকে গ্রাস করে নেয়।
জরুরি অবস্থা: ঘটনার পর থেকেই সুইস এয়ার-রেসকিউ (Rega) এবং স্থানীয় ফায়ার ব্রিগেডের বিশাল দল উদ্ধারকাজে নামে। হেলিকপ্টারের মাধ্যমে গুরুতর দগ্ধদের জেনেভা এবং বার্নের বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নিখোঁজ: ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা দেখতে রোবটিক ক্যামেরা এবং তল্লাশি কুকুর ব্যবহার করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনাক্তকরণ: মৃতদের মধ্যে অনেক বিদেশি পর্যটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বর্তমানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
সংগৃহীত ছবি
সুইস ফেডারেল পুলিশ এবং অগ্নিনির্বাপক বিশেষজ্ঞরা প্রাথমিক তদন্তে দুটি প্রধান দিক খতিয়ে দেখছেন: সেগুলো হলো যান্ত্রিক ত্রুটি এবং সুরক্ষা বিধি।
যান্ত্রিক ত্রুটি: পানশালার ভূগর্ভস্থ হিটিং সিস্টেম বা গ্যাস লাইনে বড় ধরনের লিক থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
সুরক্ষা বিধি: বর্ষবরণের রাতে পানশালাটিতে অনুমোদিত ক্ষমতার চেয়ে বেশি মানুষ উপস্থিত ছিল কি না এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সুইস সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে “জাতীয় শোক” হিসেবে বর্ণনা করা হয়েছে। ক্র্যান্স মন্টানার স্কি রিসর্টগুলোতে বর্তমানে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে। স্থানীয় গির্জাগুলোতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।