Home রাজনীতি খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যার পর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যার পর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনার দৌলতপুরে প্রকাশ্যে দিবালোকে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে (৩৮) গুলি করে এবং পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাহবুবুর রহমান ওই এলাকার আব্দুল করিম মোল্লার ছেলে এবং দৌলতপুর থানা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পরিচিতজনদের ভাষায়, তিনি রাজনীতি থেকে কিছুটা দূরত্বে থাকলেও এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। ঠিক তখনই মোটরসাইকেলে হেলমেট পরা তিনজন যুবক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব। এরপর মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, “ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা এবং একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পরিকল্পিত হামলা বলেই ধারণা করছে পুলিশ। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে অনেকে এটিকে রাজনৈতিক শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জের বলেও ধারণা করছেন। তবে পুলিশ এখনো কোনো দিককে নিশ্চিতভাবে তুলে ধরেনি।

স্থানীয় রাজনীতি এবং দুর্বৃত্তায়নের বর্তমান প্রেক্ষাপটে এই হত্যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা প্রশ্নে আবারও আলোচনা শুরু হয়েছে। মাহবুবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।