বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সাতক্ষীরা: ভারতীয় নৌবাহিনী পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা সীমান্তে গুজরাটের ৭৮ জন মুসলিমকে ‘পুশ ইন’ করেছে। শুক্রবার রাতে তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট নামিয়ে দেওয়া হয়। এরপর তারা নিরাপত্তার জন্য আশ্রয় নেয় ফরেস্ট স্টেশনে।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানায়, রোববার (১১ মে) দুপুর নাগাদ ‘স্বাধীন বাংলা’ নামের একটি কোস্টগার্ড জাহাজে করে তাদের মোংলায় আনা হয়। তবে জাহাজের ধারণক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় কিছু লোককে কাঠের তৈরি ট্রলারে করে আনা হয়।
ঘটনার বিষয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে তদারকি করে। বনবিভাগের পক্ষ থেকে প্রাথমিক আশ্রয় ও খাবারের ব্যবস্থা করা হয়। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্র জানায়, ভারত থেকে আসা এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা স্বীকার করেছেন যে, ভারতীয় নৌবাহিনীই তাদের রাতে সীমান্তে নামিয়ে দিয়েছে। এর পর তারা নিজেরাই ফরেস্ট স্টেশনের কাছে চলে আসে এবং সাহায্য চায়।
ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে পুশ ইন করা ব্যক্তিরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।