বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমির জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার তিন সন্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ মামলাগুলোর অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৩ আগস্ট।
অভিযুক্তরা হলেন— শেখ রেহানা, তার কন্যা ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং অন্য কন্যা আজমিনা সিদ্দিক।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের জানান, “তিনটি মামলায় মোট ১৭ থেকে ১৮ জনকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, তার সন্তান টিউলিপ, রাদওয়ান ও আজমিনা। এছাড়া শেখ হাসিনার নামও কিছু মামলায় আসামি তালিকায় রয়েছে।”
দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে নথি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানা ও তার সন্তানরা ৩০ কাঠা জমি অবৈধভাবে দখল করে নেন। এ ঘটনায় তদন্ত শেষে তিনটি পৃথক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ অনুসন্ধান শেষে আদালত অভিযোগ গঠন করলেন এবং বিচার কার্যক্রম শুরু হলো। যদিও উচ্চপর্যায়ের এই মামলায় প্রধান আসামিরা কেউ আদালতে হাজির হননি।
দুদক বলছে, মামলার সাক্ষ্য গ্রহণের দিন আসামিদের হাজির না করা হলে পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।