Home Second Lead মাইলস্টোন ট্র্যাজেডিতে ভ্যাটিকানের হৃদয়বিদারক বার্তা

মাইলস্টোন ট্র্যাজেডিতে ভ্যাটিকানের হৃদয়বিদারক বার্তা

পোপ লিও চতুর্দশ।
বিজনেসটুডে২৪ ডেস্ক: ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকান জানায়, নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনা করছেন পোপ।

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু এবং ১৭০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সংহতি জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে চীনা নির্মিত এফ–৭ বিজিআই যুদ্ধবিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটির মুখে পড়ে বিমানটি। দুর্ঘটনার সময় পাইলট বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দুইতলা ভবনে আছড়ে পড়ে, যার ফলে স্কুলে থাকা অসংখ্য শিক্ষার্থী আগুনে দগ্ধ ও আহত হন।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে পাইলটসহ বেশ কয়েকজন স্কুলশিক্ষার্থী রয়েছেন। আহতদের অনেকে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভ্যাটিকানের পক্ষ থেকে সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের মাধ্যমে পাঠানো এক বার্তায় পোপ বলেন, “আমি এই দুর্ঘটনায় নিহতদের সর্বশক্তিমান ঈশ্বরের করুণা ও ভালোবাসায় সমর্পণ করছি এবং তাদের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ, বিশেষত ক্ষতিগ্রস্ত স্কুল সম্প্রদায়ের জন্য প্রার্থনা করছি যেন তাঁরা শক্তি ও শান্তি লাভ করেন।”

পোপের বার্তায় স্পষ্টভাবে উঠে এসেছে এই বিপর্যয়ের প্রতি বিশ্বজনীন সহানুভূতি ও মানবিক দৃষ্টিভঙ্গি। ভ্যাটিকানের এই বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বর্তমান শোকাবহ পরিস্থিতির প্রতি এক গভীর সাড়া হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমন এক দিনে, যখন একটি স্কুলে স্বাভাবিকভাবে চলছিল শিক্ষাদান, তখনই আকাশ থেকে নেমে আসে ভয়াবহতা—জাতি হারায় সম্ভাবনাময় প্রাণ, পরিবার হারায় প্রিয়জন, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে শোকের ছায়া।

📢 শোকের এই সময়ে আমাদের সঙ্গে থাকুন।

ভ্যাটিকান থেকে পোপ লিও চতুর্দশের হৃদয়স্পর্শী বার্তা ও ঢাকার বিমান দুর্ঘটনার সর্বশেষ আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।