Home First Lead শোকাতুর তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

শোকাতুর তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

ছবি প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: এক শোকাবহ পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রাজধানীর ঐতিহাসিক এই জানাজায় দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ঢল নামে।

জানাজা পরবর্তী সময়ে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শোকাহত তারেক রহমানের মুখোমুখি হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর মাতৃবিয়োগের এই কঠিন সময়ে দেশে ফিরে শোকাতুর অবস্থায় জানাজায় শরিক হন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তারেক রহমানের  কাঁধে হাত রেখে পরম মমতায় সান্ত্বনা জানান। এ সময় তারেক রহমানকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। প্রধান উপদেষ্টা তাঁর ব্যক্তিগত শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের অবসান ঘটল। তাঁর জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। জানাজায় উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও তারেক রহমানের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

উল্লেখ্য, দীর্ঘ অসুস্থতার পর গতকাল সকালে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।