বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত হাসান শেখ (৩০)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে স্থানীয় একটি মাছের ঘেরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত হাসান শেখ ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ আট বছর কুয়েতে কর্মরত ছিলেন এবং আড়াই মাস আগে দেশে ফিরে বিয়ে করেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতেও তিনি প্রতিবেশী বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে বসে আড্ডা দিয়েছেন। রাত গভীর হলেও তিনি আর ঘরে ফেরেননি।
রোববার সকালে একই গ্রামের তবিবুর রহমান তার মাছের ঘেরপাড়ে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি হাসান শেখের লাশ। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ প্রকাশ দাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তিনি আরও জানান, ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহে সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে পুলিশ আশা করছে।
নিহতের বড় ভাই মুন্না জানান, “হাসান খুবই সহজ-সরল মানুষ ছিলেন। বিদেশ ফেরার পর থেকেই তার কারও সঙ্গে বিরোধের খবর আমরা জানতাম না। এমন নির্মমভাবে তাকে হত্যা করা হবে, সেটা আমরা কল্পনাও করতে পারছি না।”
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, কোনো ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিরোধ থেকেই এমন হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই তদন্ত আরও গতিশীল হবে। হত্যার পেছনের কারণ উদঘাটনে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং সম্ভাব্য সকল দিক বিবেচনায় তদন্ত চলছে।