বিনোদন ডেস্ক: দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে বিনোদন দুনিয়ায়। ২০২৩ সাল থেকেই তাদের ঘিরে প্রেমের খবর শোনা যাচ্ছিল, আর সাম্প্রতিক এক অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।
সম্প্রতি সামান্থার পারফিউম ব্র্যান্ড Secret Alchemist-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ নিদিমোরুর সঙ্গে বেশ খোলামেলা ভঙ্গিতে দেখা যায় অভিনেত্রীকে। সাংবাদিকদের সামনে রাজের কোমর জড়িয়ে পোজ দেন সামান্থা, যা মুহূর্তেই ভাইরাল হয়।
অনুষ্ঠানে সামান্থা বলেন, “আমি কিছু সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছি, যার মধ্যে অন্যতম আমার অভিনয় জীবন।” তবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাজের সঙ্গে কাটানো কিছু ছবি শেয়ার করেন সামান্থা। সেখানে ক্যাপশনে লেখেন, “বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা আমি। গত দেড় বছরে আমার ক্যারিয়ারে সবচেয়ে সাহসী কিছু সিদ্ধান্ত নিয়েছি।”
অনুরাগীরা এই ছবিগুলো ও সাম্প্রতিক উপস্থিতিকে ইঙ্গিতপূর্ণ মনে করছেন। অনেকেই মন্তব্য করছেন, সামান্থা ও রাজ হয়তো এখন নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চলেছেন। কেউ কেউ এমনও ধারণা দিচ্ছেন, তারা হয়তো একসঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনাও করছেন।
প্রসঙ্গত, সামান্থা ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয় ছিলেন। অন্যদিকে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে একসঙ্গে কাজ করার সুবাদে রাজ নিদিমোরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে বলে জানা যায়।
যদিও তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, সাম্প্রতিক ঘটনাগুলো বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে—সবাই এখন অপেক্ষায়, কবে তারা নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খুলবেন।










