পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): উপকূলীয় এলাকায় নারীদের জীবন-জীবিকার মান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে দুই দিনব্যাপী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণের আয়োজন করেছে সিসিডিবি-এনগেজ প্রকল্প, যা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির জন্য কাজ করে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলের অবহেলিত নারীদের বাড়িতেই বসে স্থানীয় সম্পদ ব্যবহার করে আয়-উপার্জনের কৌশল শেখানো। অংশগ্রহণকারীরা গবাদিপশু পালন, পশুর খাদ্য ও বাসস্থান, টিকাদান, রোগ প্রতিরোধ এবং উৎপাদিত প্রাণিজ পণ্য বাজারজাতকরণের কৌশল সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস, এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন সম্প্রসারণ অফিসার সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড ডাক্তার উত্তম কুমার গায়েন, ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল। এছাড়া প্রশিক্ষণে সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল মাঠকর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ২০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন, যারা প্রকল্পের নারী দলের অন্তর্ভুক্ত।
প্রশিক্ষণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে গবাদিপশুর বাসস্থান ও পরিচ্ছন্নতা, খাদ্য ও স্থানীয় উপকরণ ব্যবহার, রোগ শনাক্তকরণ ও টিকাদান, গবাদিপশু পালনের মাধ্যমে আয়-উপার্জনের সম্ভাবনা এবং উৎপাদিত দুধ, মাংস ও অন্যান্য প্রাণিজ পণ্য বাজারজাতকরণের উপায়। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বসে স্থানীয় সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রম শুরু করা যায় এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায়।
অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা তাদের নতুন উদ্যম এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ যুগিয়েছে। বক্তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ উপকূলীয় অঞ্চলের নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিসিডিবি-এনগেজ প্রকল্পের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা প্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে শুধু পরিবারের নয়, পুরো সমাজের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।