বিজনেসটুডে২৪ ডেস্ক: দিল্লির ব্যস্ত নন্দ নগরী এলাকার এক ভরা বাজারে প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হলেন ২০ বছরের এক তরুণী। সোমবার সকালে ঘটেছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। পুলিশের প্রাথমিক ধারণা, সন্দেহ ও ঈর্ষা থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন প্রেমিক আকাশ (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সেদিন সকালে বাজারে খাবার কিনতে গিয়েছিলেন তরুণী। সেই সময়েই প্রেমিক আকাশ হঠাৎ তাঁর উপর চড়াও হন এবং ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত আকাশ নন্দ নগরী এলাকার বাসিন্দা ও স্থানীয় সাফাইকর্মী। পুলিশ জানিয়েছে, তরুণীর সঙ্গে তিন-চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে সম্প্রতি তরুণী সম্পর্ক থেকে দূরত্ব তৈরি করায় ও অন্য কারও সঙ্গে কথা বলছেন—এই সন্দেহে ক্ষিপ্ত হয়ে ওঠেন আকাশ। রাগের মাথায় প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটান তিনি।
মৃত তরুণীর মা জানান, “সকালে সিঙ্গারা আনতে পাঠিয়েছিলাম মেয়েকে। কিছুক্ষণ পরেই এক ছেলেকে চিৎকার করে বলতে শুনি, ওকে মেরে ফেলেছি। বাইরে গিয়ে দেখি মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে।” পরিবারের অভিযোগ, গত কয়েক মাস ধরেই মেয়েকে মানসিকভাবে নির্যাতন করছিল আকাশ।
নন্দ নগরী থানায় আকাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দিল্লিতে সম্প্রতি প্রেমঘটিত সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। গত এপ্রিল মাসেও দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় এমনই এক ঘটনায় প্রেমিক নিজের প্রেমিকাকে ছুরি মেরে আহত করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।