চট্টগ্রাম: চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার সম্পন্ন হলো মিডল স্কুলের বার্ষিক বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে গ্রুপ-এ (৪র্থ ও ৫ম শ্রেণি) এবং গ্রুপ-বি (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি)।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর, যিনি বলেন, “বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি যুক্তিবিদ্যা, সৌজন্য, আত্মপ্রকাশ এবং চিন্তাশীল নাগরিক গড়ার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। ইতিহাসের প্রমাণে দেখা যায়, যাদের যুক্তি, বিশ্লেষণ ও মুক্তচিন্তার ক্ষমতা ছিল, তারাই সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আমি প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলকে বিশেষ ধন্যবাদ জানাই, যারা শিক্ষার্থীদের জন্য এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছেন।”
প্রতিযোগিতার ফলাফলেও ছিল উচ্ছ্বাস।
গ্রুপ-এ চ্যাম্পিয়ন হয়েছে ৪র্থ শ্রেণি, ১ম রানার-আপ ৫ম শ্রেণি এবং ২য় রানার-আপ ৩য় শ্রেণি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ৪র্থ শ্রেণির আরিশা তারান্নুম।
গ্রুপ-বি তে চ্যাম্পিয়ন হয়েছে ৭ম শ্রেণি, রানার-আপ ৬ষ্ঠ শ্রেণি এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ৭ম শ্রেণির সাদিকা ওসমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষবৃন্দ, ডিরেক্টর আরসিডি, মিডল স্কুল চীপ কো-অর্ডিনেটর, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও উপ-বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মঞ্চে প্রদর্শিত শিক্ষার আনন্দ ও যুক্তির সৌন্দর্য দেখিয়ে দিয়েছে, কিশোরদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং চিন্তাশীল নাগরিক গঠনের অগ্রযাত্রা এখন আরও দৃঢ় হয়েছে।
-সংবাদ বিজ্ঞপ্তি










