বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন, যাঁদের বিয়ের প্রায় দুই দশক পরও রয়েছে একইরকম আগ্রহ, ভালোবাসা আর আলোচনার ঝড়। তবে সেই আলোচনার কেন্দ্রে সম্প্রতি ঘন ঘন উঠে আসছে একটি প্রশ্ন তাদের সম্পর্ক কি ভাঙনের মুখে?
গত কয়েক বছর ধরেই বি-টাউনে শোনা যাচ্ছে নানা গুঞ্জন, ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে, একসঙ্গে অনুষ্ঠানে দেখা যাচ্ছে না তাঁদের, সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। কখনও শোনা গিয়েছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের মতের অমিল, আবার কখনও দাবি উঠেছে অভিষেকের সঙ্গেই নাকি রয়ে গেছে মতবিরোধের গভীরতা।
তবে এসবের মধ্যে চুপ ছিলেন দু’জনেই। সংবাদমাধ্যমে কিংবা জনসমক্ষে বিচ্ছেদ সংক্রান্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি তাঁদের। কিন্তু এবার সেই নীরবতা ভাঙলেন অভিষেক বচ্চন নিজেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “লোকে যা বলে, তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে, তাঁরা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই, তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচাতে আসবেন না। সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।”
তিনি আরও সংযোজন করেন,“যাঁরা নেতিবাচক কথা ছড়ান, তাঁরাই উত্তর দেবেন। আমি নই। কারণ, আমার এই কথায় কিছুই যায় আসে না।”
সমালোচকদের উদ্দেশে অভিষেকের সাফ বার্তা,“কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনও কাজের কথা নয়। ভাবা উচিত, আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়।”
২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়। পারিবারিক নানা গুঞ্জনের মাঝেও সম্প্রতি কিছু প্রকাশ্যে ঘটনা বিভ্রান্তির অবসান ঘটায়। যেমন, বিবাহবার্ষিকীর দিন ঐশ্বর্যের ঘরোয়া পোস্ট, বা মুম্বইয়ের এক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি। ঐশ্বর্যকে একাধিকবার দেখা গেছে সিঁথিতে সিঁদুর পরে, যা ইঙ্গিত দেয় সম্পর্ক এখনো দৃঢ়।
যদিও ঐশ্বর্য এখনও মুখ খোলেননি, তবে অভিষেকের স্পষ্ট বার্তা বুঝিয়ে দিল যে সব জল্পনা-কল্পনা অসার। তাঁদের সম্পর্ক এখনও অটুট।