বিদেশিদের ইজারা বাতিলের দাবিতে কর্মসূচি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বুধবার (২৬ নভেম্বর) বন্দরের সব প্রবেশমুখে অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগ্রাবাদ, বড়পোল এবং মাইলের মাথা এই তিনটি এন্ট্রি পয়েন্টে সর্বাত্মক অবরোধ থাকবে।
বন্দর সিবিএয়ের সাবেক সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সব শ্রমিক-কর্মচারীকে ঐক্যবদ্ধ হয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া বন্দর রক্ষা ও শ্রমিক অধিকার আদায়ের জন্য স্কপের ৯ দফা বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিও চলবে।
শনিবার (২২ নভেম্বর) স্কপের শ্রমিক কনভেনশনে নুরুল্লাহ বাহার বলেন, “হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে আর অগ্রসর হওয়া যাবে না। তবে সরকার হাইকোর্টের আদেশ মানছে না। আমরা শুনেছি আগামী ২৫, ২৬, ২৭ নভেম্বর ঢাকায় এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বৈঠক এবং চুক্তি করার পরিকল্পনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এনসিটি নিয়ে মামলা চলেছে। আদালত বলেছেন, শুনানি না হওয়া পর্যন্ত চুক্তি কার্যক্রম স্থগিত রাখতে হবে। কিন্তু এই আদেশ অমান্য করা হচ্ছে। বন্দর নিয়ে স্কপ, বন্দর রক্ষা কমিটি এবং বাম দলসহ বিভিন্ন সংগঠন আন্দোলন করছে।”
কনভেনশনে স্কপ ও অন্যান্য শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখেন। প্রধান অতিথি শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ বলেন, চট্টগ্রাম বন্দর, রাষ্ট্রায়ত্ত শিল্প, শ্রমিক অধিকারসহ জাতীয় ইস্যুতে একটি জাতীয় ইশতেহারের মতো অবস্থান তৈরি করা প্রয়োজন। তিনি ব্যবসায়ীদেরও বন্দর রক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।
স্কপের ৯ দফা দাবির মধ্যে রয়েছে: শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়নের পূর্ণ স্বাধীনতা, একক শ্রম আইন প্রণয়ন, অযৌক্তিক ছাঁটাই ও হয়রানি বন্ধ, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, মহার্ঘ ভাতা চালু, রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরায় চালু, আউটসোর্সিং বন্ধ, শ্রমিকদের রেশন, আবাসন, পেনশন, হাসপাতাল, নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিতকরণ।
এদিকে, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। একইদিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছরের জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে।
লাইক দিন 👍, শেয়ার করুন 🔁, এবং মন্তব্যে জানান আপনার মতামত!










