Home আন্তর্জাতিক মালয়েশিয়া বিমানবন্দরে কড়া নজরদারি, বাংলাদেশিসহ শত শত বিদেশি ফেরত

মালয়েশিয়া বিমানবন্দরে কড়া নজরদারি, বাংলাদেশিসহ শত শত বিদেশি ফেরত

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে  বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ২ জুন সোমবার সংস্থাটি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মোট ২৭৯ জন বিদেশিকে প্রবেশে বাধা দেয় এবং তাদের তাৎক্ষণিকভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

২০২৩ সালে সংস্থাটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় “নট-টু-ল্যান্ড”  ঘটনা। এসব ব্যক্তি মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হন।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, “মালয়েশিয়ায় ছুটির মৌসুম ও ভিড়ের সময়কালকে কাজে লাগিয়ে একটি বিশেষ চক্র প্রবেশের সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা নিয়মিত নজরদারি জোরদার করে এসব প্রবেশচেষ্টা রোধ করছে।”

উল্লেখ্য, বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম অনুসরণ করছে মালয়েশিয়া। প্রতিটি আগত যাত্রীকে নথিপত্র যাচাই ও নিরাপত্তা পরীক্ষার পরেই প্রবেশাধিকার দেওয়া হয়।

সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা আরও জানায়, “নথিপত্র যাচাই ও নিবিড় পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই ব্যবস্থা সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের অংশ।”

সংস্থাটি জানায়, তাদের তৎপরতায় ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হচ্ছে এবং এভাবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা যাচ্ছে।

এ ঘটনার পর আবারও আলোচনায় এসেছে বিদেশি নাগরিকদের বেআইনি উপায়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা এবং সরকারের কঠোর অবস্থান।


আপনার পরিচিত কেউ মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনায় আছেন? তাদের নিরাপদ ও বৈধ উপায়ে ভ্রমণের পরামর্শ দিন। প্রতিবেদনটি শেয়ার করে সচেতনতা ছড়ান।