হাটহাজারীতে শানে রেসালত সম্মেলনে হেফাজত আমির
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর সমালোচনা করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম?”
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে হেফাজত আমির বলেন, “নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।”
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে হেফাজতপ্রধানের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন, যার কেন্দ্র চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা। ২০১০ সালে সংগঠনটি আলোচনায় আসে নারীনীতি, শিক্ষা নীতি ও বিভিন্ন সামাজিক ইস্যুতে তাদের অবস্থানের কারণে।
২০১৩ সালের শাহবাগ আন্দোলনের পর ঢাকার সমাবেশে অংশ নিয়ে জাতীয় রাজনীতিতে হেফাজত শক্তিশালী উপস্থিতি দেখায়। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল নয়, তবে ধর্মীয় মূল্যবোধ রক্ষার নামে তারা প্রায়শই রাজনৈতিক অবস্থান নেয় এবং বিভিন্ন ইস্যুতে বড় ধরনের আন্দোলন করে।
বর্তমানে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সংগঠনটির আমির হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে হেফাজত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে অবস্থান জানালেও সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে না।