বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বুধবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র নিশ্চিত করেছে। দলটির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে দুই নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার—দুইজনই প্রভাবশালী এবং প্রবীণ নেতা। তবে তাদের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব বহু পুরনো। মাঠপর্যায়ে এই বিরোধ বারবার প্রকাশ পেয়েছে—পাল্টাপাল্টি সভা, ভিন্নমতের কর্মসূচি, এমনকি একে অপরের বিরুদ্ধে অভিযোগপত্র দলীয় ফোরামে দাখিল পর্যন্ত গড়িয়েছে।
দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রায় অচল অবস্থায় রয়েছে। নানা গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ঐক্যবদ্ধ অংশগ্রহণ না করে, পৃথক পৃথক অবস্থান গ্রহণ করায় কেন্দ্রীয় নেতৃত্ব বারবার অসন্তোষ প্রকাশ করেছে।
বিশেষ করে বিএনপির চলমান ‘একদফা আন্দোলন’ এবং সরকারবিরোধী কর্মকৌশল বাস্তবায়নে উত্তর চট্টগ্রামে যথাযথ গতি না থাকায় কেন্দ্রের দৃষ্টি পড়ে দুই নেতার দ্বন্দ্বের ওপর। তাছাড়া মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও এই বিরোধ বিভাজনের রেখা স্পষ্ট করে তুলেছে।
দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যায় অসন্তোষ হলে দলীয় গঠনতন্ত্র অনুসারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে—যার মধ্যে বহিষ্কারও অন্তর্ভুক্ত। তবে বিএনপির অনেক সিনিয়র নেতাই চান, দুই নেতাকে কেন্দ্রের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ পথে ফিরিয়ে আনা হোক। কেননা, দুজনেই নিজ নিজ অবস্থানে জনপ্রিয় ও অভিজ্ঞ।