বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাসদস্যদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৯ জুন) সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
উল্লেখযোগ্য যে, গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারত থেকে চোরাই পথে আনা মহিষ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসছিল। এ সময় একদল চোরাকারবারি পূর্বপরিকল্পিতভাবে সেনাসদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় কয়েকজন সেনাসদস্য আহত হন এবং তাদের বহনকারী যানবাহনে ভাঙচুর চালানো হয়।
পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার পর আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা রবিবার আদালতে হাজিরা দিতে আসেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল বিষয়টি নিশ্চিত করে জানান, “আসামিদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে হাজির হন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।”