Home রাজনীতি গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ট্রেন শোডাউন

গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের ট্রেন শোডাউন

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহে আয়োজিত বিভাগীয় সমাবেশে অংশ নিতে ট্রেন শোডাউন করে যোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে পৃথক মিছিলসহ ট্রেনে করে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং কৃষক দলের নেতা-কর্মীরা সকালের প্রথম প্রহর থেকেই মিছিল নিয়ে স্টেশনগুলোর আশপাশে জড়ো হন।

সমাবেশে যোগ দিতে অংশগ্রহণকারীরা বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার, তিস্তা এক্সপ্রেস এবং জামালপুর এক্সপ্রেস ট্রেনে চড়ে ময়মনসিংহের পথে রওনা দেন।
ট্রেনের প্রতিটি বগিতে ছিল স্লোগান, বাদ্যযন্ত্র, জাতীয়তাবাদী পতাকা ও ফেস্টুনের বাহার। “ফ্যাসিবাদ নিপাত যাক”, “গণতন্ত্র মুক্তি পাক”, “শেখ হাসিনার বিচার চাই”— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ট্রেনযাত্রা।

ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের হয়, যাতে গফরগাঁওসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। তারা সরকারের বিরুদ্ধে অভিযোগ, গুম-হত্যার বিচার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

গফরগাঁও বিএনপির নেতারা বলেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আন্দোলনে নেমেছি।”
তাঁরা বলেন, “শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়—এটাই আমাদের স্পষ্ট বার্তা।”