বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার মারকইল এলাকায় এই ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকরা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের ওপর হামলা চালায়। এই হামলার পেছনে একটি পূর্বের ঘটনাই দায়ী—গত রোববার আমিনুল ইসলামের এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষের লোকজন, যার জের ধরে মঙ্গলবার সকালে এই প্রতিশোধমূলক হামলা সংঘটিত হয়। আহত ১৪ জনই তুহিন ও খোকনের সমর্থক।
এ বিষয়ে সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি রাজনৈতিক নয়। এটি স্থানীয় বিরোধের জের। আমার কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে।” অন্যদিকে বিএনপি নেতা আবু তাহের খোকনও ঘটনার দায় স্থানীয় বিরোধের ওপর দিচ্ছেন।
নাচোল থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করছেন এই ধরনের ঘটনা আবারও ঘটে যেতে পারে এমন আশঙ্কায়।