Home Second Lead সিলেটে মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যের বার্তা বিএনপি মহাসচিবের

সিলেটে মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যের বার্তা বিএনপি মহাসচিবের

সংগৃহীত ছবি

চার জেলার নেতাদের সঙ্গে বৈঠক, একক প্রার্থী ঘোষণার ইঙ্গিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও একক প্রার্থীর পক্ষে কাজের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট বিভাগের চার জেলার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ। সভায় জানানো হয়, ঢাকা ছাড়া সব বিভাগের মতবিনিময় সম্পন্ন হয়েছে। ঢাকার বৈঠক শেষে পর্যায়ক্রমে একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে।

বৈঠকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকাল ৩টার দিকে সিলেট বিভাগের বৈঠক শুরু হয়। প্রথমে সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়। এরপর সিলেট জেলার প্রার্থীদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ৫টি আসনের ১০ জন, সিলেট জেলার ৬টি আসনের ১৬ জন, আর হবিগঞ্জের চার আসনের প্রায় ২০ জন মনোনয়নপ্রত্যাশী বৈঠকে অংশ নেন। প্রতিটি বৈঠকে সূচনা বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপর প্রার্থীরা দুই থেকে তিন মিনিট করে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে মহাসচিব দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বৈঠকে বিএনপি মহাসচিব দলীয় ঐক্য, নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা কৌশলসহ নানা বিষয়ে নির্দেশনা দেন। তিনি বলেন, “নির্বাচন শুধু দলের নয়, জনগণের ভবিষ্যতের প্রশ্ন। তাই দলীয় প্রার্থীকে বিজয়ী করা সবার দায়িত্ব।”

সভা-সংশ্লিষ্ট কয়েকজন মনোনয়নপ্রত্যাশী মানবজমিন-কে জানান, প্রতিটি আসনে ৪–৫ জন করে আগ্রহী প্রার্থী রয়েছেন। তবে বৈঠকে ডাকা হয় যাচাই-বাছাই শেষে নির্বাচিত ২–৩ জনকে। মহাসচিবের নির্দেশ ছিল—দলীয় প্রার্থী চূড়ান্ত হলে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।

বৈঠকে আরও জানানো হয়, সিলেট অঞ্চলে বিএনপি প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে জামায়াত ইসলামী। তাই মাঠ পর্যায়ে কর্মীদের ঐক্যবদ্ধ রাখার ওপর জোর দেয়া হয়।

বৈঠক শেষে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, “দলীয় একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। জনগণের আস্থা ও ভোটারদের মন জয় করতে বলা হয়েছে।”

এদিকে যেসব মনোনয়নপ্রত্যাশীকে বৈঠকে ডাকা হয়নি, তাদের কিছু কর্মী-সমর্থককে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে।