বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সোমবার বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ)নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। ২৮ অক্টোবর ২০২৫ থেকে ২৭ অক্টোবর ২০২৭ মেয়াদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নগরীর টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট। একজন চেয়ারম্যান, ২ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান এবং ১৯ জন পরিচালক নির্বাচিত হবেন সদস্যদের সরাসরি ভোটে। পরিচালকদের মধ্যে সাধারণ ক্যাটাগরি থেকে ১৩ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ৬ জন নির্বাচিত হবেন।
ইতঃপূর্বে সংগঠনটির পরিচালকদের সবাই সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতেন এবং পরবর্তীতে পরিচালকদের ভোটে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানবৃন্দ নির্বাচিত হতেন। নতুন বাণিজ্য সংগঠন অধ্যাদেশে সরাসরি ভোটে নির্বাচনের বিধান করা হয়েছে।
৯ জুন ২০২৫-এর মধ্যে রেজিস্টারে যাদের নাম ছিল কেবল তারা ভোটার হতে পারবেন। তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৭ আগস্টের মধ্যে সব চাঁদা ও বকেয়া পরিশোধ করতে হবে। এ ছাড়া, কাস্টম লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ই-টিআইএন, RJSC বা পার্টনারশিপ দলিল, ছবি ও স্বাক্ষরসহ পরিচয়পত্র দাখিল করতে হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কমডোর (অব.) এ জেড এম জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসএএ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে ২৬ আগস্ট থেকে এবং জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর, বিকেল ৪টা। মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে পদভেদে: চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা, সিনিয়র ভাইস-চেয়ারম্যান ২০ হাজার, ভাইস-চেয়ারম্যান ১৫ হাজার এবং পরিচালক পদে ১০ হাজার টাকা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ খেলাপিমুক্ত সনদ, আয়কর ও কাস্টমস সনদ, পুলিশ ক্লিয়ারেন্স ও জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
নির্বাচনে আচরণবিধিও কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রার্থীরা কোনো পোস্টার, ব্যানার, উপহার সামগ্রী বা রেস্টুরেন্টে ভোট প্রভাবিত করতে পারবেন না। ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে প্রচার নিষিদ্ধ থাকবে। সব ধরনের প্রচারণা সীমিত থাকবে নির্বাচনী বোর্ডের তত্ত্বাবধানে নির্ধারিত প্রজেকশন সভার মধ্যে।