Home আইন-আদালত কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হার্ট অ্যাটাক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে  হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তার ছেলে আশিকুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাবার শারীরিক অবস্থা ভালো নয়, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এ কে এম মাসুম বলেন, সকাল ১১টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খায়রুল হক। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়।

এ বি এম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। তিনি ২০১০ সালের ১ অক্টোবর দায়িত্ব নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে ঐতিহাসিক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।

অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে চলতি বছরের জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। এর কিছুদিন পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।