Home চট্টগ্রাম সাউদার্নে বিজনেস ফেস্ট, আলো-ছায়ার উৎসব, তরুণদের স্বপ্নযাত্রা

সাউদার্নে বিজনেস ফেস্ট, আলো-ছায়ার উৎসব, তরুণদের স্বপ্নযাত্রা

প্রধান অতিথি নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমানের হাতে বিশ্ববিদ্যালযের সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান সহ অন্যরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের শান্ত সবুজ পরিবেশ ঘেরা সাউদার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন। নভেম্বরের নরম রোদ ভেদ করে সেখানে যেন জন্ম নিল এক উৎসবের দিন। রঙিন ব্যানার, স্টলের সারি, শিক্ষার্থীদের গুঞ্জন আর তারুণ্যের উচ্ছ্বাস, সব মিলিয়ে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বিজনেস ফেস্ট ৪.০ ও বিদায় অনুষ্ঠান।

ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে সাজানো এই উৎসবটি যেন হয়ে উঠেছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও স্বপ্ন দেখার এক উন্মুক্ত মঞ্চ। সকাল থেকেই ক্যাম্পাসে যুক্ত হলো প্রাণচাঞ্চল্যের নানা দৃশ্য। কারও মনে চিন্তার ঝলক, কারও চোখে স্বপ্নের আলো। ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা, কুইজ, ভিডিও ডকুমেন্টারি, পণ্যের স্টল প্রদর্শনী, ব্যান্ড সংগীত ও সাংস্কৃতিক আয়োজন, সব মিলিয়ে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় উৎসবের রঙিন আবহ।

ফেস্টের প্রধান অতিথি ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের গর্বিত অ্যালামনাই মো. রাকিবুর রহমান ( টুটুল)। তিনি যেন তরুণদের সামনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যতের পথচিত্র এঁকে দিলেন। বক্তব্যে তিনি বলেন, কর্পোরেট দুনিয়া এখন এক অন্তহীন প্রতিযোগিতার পথ। সেখানে এগিয়ে যেতে আধুনিক দক্ষতা, প্রযুক্তিজ্ঞান ও বাস্তব চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতাই শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি। পরে দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য তাকে ‘সেরা উদ্যোক্তা ২০২৫’ সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের করতালি তখন যেন আকাশ ছুঁয়েছিল।

বিশেষ অতিথি ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন কথা বলেন শিক্ষার্থীদের মানসিক জগত নিয়ে, মনের চাপ, আবেগ নিয়ন্ত্রণ, সুস্থতা সবই যে জীবনের যুদ্ধে টিকে থাকার বড় উপাদান, তা তিনি স্মরণ করিয়ে দেন কোমল অথচ দৃঢ় স্বরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক সালেহ জহুর, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ আরও অসংখ্য শিক্ষক, কর্মকর্তা ও কর্পোরেট ব্যক্তিত্ব। তাদের উপস্থিতি উৎসবকে দিয়েছে নতুন ঘনত্ব, নতুন মাত্রা।

ফেস্টে সহযোগী হিসেবে ছিল কেডিএস গ্রুপ, ইফাদ, সাজিনাস হাসপাতাল, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, পি২পি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ও সিন্দবাদ গ্রুপ। ব্যবস্থাপনায় ছিল দ্য সার্কেল ইভেন্ট এবং মিডিয়া পার্টনার চিটাগাং লাইভ।

অনুষ্ঠানের আরেকটি আবেগঘন মুহূর্ত ছিল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। স্নাতক সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হলো তাদের হাতে। ক্রেস্ট হাতে নিয়ে তাদের চোখে যে গর্ব ও আনন্দের ঝিলিক, তা যেন পুরো বিশ্ববিদ্যালয়কে আলোয় ভরিয়ে দিল।

শেষ বিকেলে সূর্য যখন নরম আলোয় ক্যাম্পাসকে রাঙাচ্ছিল, তখন শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীতের তাল, নৃত্যের ছন্দ আর দর্শকদের উচ্ছ্বাস যেন দিনের আয়োজনকে এক সুন্দর পরিসমাপ্তি দিল।

বিজনেস ফেস্ট ৪.০ তাই শুধু একটি অনুষ্ঠান নয়, ছিল তরুণদের স্বপ্নের উন্মোচন, সম্ভাবনার নতুন দরজা খোলার দিন।