Home বিনোদন বিদ্যা বালনের নতুন রূপে চমকে উঠল বলিউড: সাহসী ফটোশুট

বিদ্যা বালনের নতুন রূপে চমকে উঠল বলিউড: সাহসী ফটোশুট

বিদ্যা বালন
বিনোদন ডেস্ক: বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালন আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনও সিনেমা নয়, বরং তাঁর নতুন রূপ, আত্মবিশ্বাসপূর্ণ বক্তব্য ও ব্যক্তিগত জীবনের খোলামেলা শেয়ারিং নেটিজেনদের মনে নাড়া দিয়েছে। ২০২৫ সালের জুলাই সংখ্যার The Peacock Magazine–এর প্রচ্ছদে দেখা গেছে এক ঝলমলে গ্ল্যামার রূপে, যা ভেঙে দিয়েছে তার দীর্ঘদিনের শাড়িপরিচিত ইমেজ।

জাঁকজমকপূর্ণ ফ্লামিঙ্গো-রঙা সিকুইন পোশাকে, শর্ট হেয়ারকাট ও ওম্ব্রে স্টাইলের এই বিদ্যা যেন একেবারে নতুন মানুষ। অনেকেই বলেছেন, ‘‘শেষ পর্যন্ত কেউ যেন তাঁকে ঠিকঠাকভাবে তুলে ধরেছে।’’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘‘কাঞ্জিভরম শাড়ি থেকে এই অবধি যাত্রা দুর্দান্ত!’’ যদিও কিছু বিতর্কও তৈরি হয়েছে সাহসী ফ্যাশনের ঘিরে।

তবে বিদ্যার এই রূপান্তর হঠাৎ করে আসেনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি কোনও ধরনের ব্যায়াম বা জিম ছাড়া কেবল প্রদাহনাশক খাদ্যাভ্যাস মেনে চলেই ওজন কমিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আমার শরীর যেমন, আমি তেমনই থাকতে চাই।’’

সম্প্রতি বিদ্যা বালন একটি মজার ইনস্টাগ্রাম রিলে ‘Punjabi House’ নামক মলয়ালম সিনেমার একটি বিখ্যাত দৃশ্যকে অভিনয় করে ভাইরাল হয়েছেন। কমেডিয়ান হরিস্রী আশোকানও তাঁর প্রতিক্রিয়ায় মজা করে বলেছেন, “ধন্যবাদ আমায় অনুকরণ করার জন্য!” বিদ্যার এই কৌতুকময় দিক তাঁর ভক্তদের কাছে নতুনরূপে ধরা দিয়েছে।

এই ব্যস্ততার মধ্যেও বিদ্যা সময় পাচ্ছেন নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবনার। তিনি বলছেন, ‘‘যদি আপনি মাথাব্যথাকে বলেন, তুমি যেতে পারো, সেটা চলে যাবে।’’ এমন ইতিবাচক আত্মবক্তব্যই তাঁকে সুস্থ রাখে বলে জানিয়েছেন। এই মনোভাবই তাঁকে রক্ষা করেছে বহু মানসিক চাপে ও পেশাগত হতাশায়।

বিদ্যা বালনের ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। তাঁর প্রথম সিনেমা ‘চক্রম’ মাঝপথেই বাতিল হয়, এরপর দক্ষিণ ভারতে আটটি সিনেমা থেকে তাঁকে বাদ দেওয়া হয়। কিন্তু তিনি হার মানেননি। অবশেষে বলিউডে ‘পরিণীতা’ সিনেমায় আত্মপ্রকাশের মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করেন এবং একে একে ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘তুমহারি সুলু’-র মতো ছবিতে প্রশংসিত হন।

বিদ্যা বালনের সাম্প্রতিক উত্থান কেবল স্টাইল বা শরীর নিয়েই নয়, বরং তা আত্মসম্মান, ব্যক্তিত্ব ও মানসিক শক্তির প্রতিচ্ছবি। এই সাহসী যাত্রা তাকে শুধু একজন অভিনেত্রী নয়, একজন অনুপ্রেরণাদায়ী নারী রূপে প্রতিষ্ঠিত করছে।