Home Second Lead দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার, প্রচার করবে বিবিসি বাংলা

দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার, প্রচার করবে বিবিসি বাংলা

বিজনেসটুডে২৪ ডেস্ক: দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পেজে জানায়, তারেক রহমানের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রচার করা হবে দুই পর্বে—সোমবার (৬ অক্টোবর) ও মঙ্গলবার (৭ অক্টোবর)।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, সাক্ষাৎকারে তিনি নির্বাচন, জাতীয় রাজনীতি ও সমসাময়িক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেছেন। দুই দিনই সকাল ৯টায় সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকেই তিনি ভার্চ্যুয়ালি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে সরাসরি কোনো গণমাধ্যমে তিনি কথা বলেননি। ফলে তার এই সাক্ষাৎকারকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য বা ছবি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, ফলে দীর্ঘ বিরতির পর এবারই প্রথম তিনি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন।