Home আকাশ পথ বিমানের নারিতা রুট স্থগিত, যাত্রীদের টিকিট ফেরতের নির্দেশ

বিমানের নারিতা রুট স্থগিত, যাত্রীদের টিকিট ফেরতের নির্দেশ

ছবি: সংগৃহীত

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চলমান হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা।

বিমান জানিয়েছে, যেসব যাত্রী ১ জুলাই বা তার পরের তারিখে ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনেছেন, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ বিরতির পর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছিল। তবে দেড় বছরের মধ্যেই এই রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণায় ঢাকা থেকে সরাসরি জাপানে যাওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল।

এর আগে ১৯৮১ সালে বিমান প্রথমবারের মতো ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল, যা ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। তারও আগে, ১৯৭৯ সালে বিমান ঢাকা-টোকিও রুটে ফ্লাইট শুরু করলেও তা বেশি দিন চালু রাখা সম্ভব হয়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।